Home ছড়া-কবিতা শিশু শিশু June, 2012 রওশন মতিন.. নিটোল চোখের স্বচ্ছতারায় স্বপ্ন এসে দেয় দোলা, আপন মনে খেলছে শিশু – সব কিছুতেই মন-ভোলা। ডালিম গাছের ডালে বসে কোকিল ডাকে মন কাড়ায়, ধরতে তাকে খোকন সোনা কচি-কোমল হাত বাড়ায়!