শরীফ আহমাদ ..
এই মাটিতে যতন করে
ফসল ফলায় চাষি
এই মাটিতে মনের সুখে
রাখাল বাজায় বাঁশি।
এই মাটিতে নানান রঙের
কতো যে ফুল ফোটে
এই মাটিতে পাখ-পাখালির
নিত্য আহার জোটে।
এই মাটিতে বীর শহীদের
রক্ত মিশে আছে
এই মাটিটা সবার থেকে
প্রিয় আমার কাছে।
শরীফ আহমাদ ..
এই মাটিতে যতন করে
ফসল ফলায় চাষি
এই মাটিতে মনের সুখে
রাখাল বাজায় বাঁশি।
এই মাটিতে নানান রঙের
কতো যে ফুল ফোটে
এই মাটিতে পাখ-পাখালির
নিত্য আহার জোটে।
এই মাটিতে বীর শহীদের
রক্ত মিশে আছে
এই মাটিটা সবার থেকে
প্রিয় আমার কাছে।