Home ছড়া-কবিতা ঘোড়া

ঘোড়া

আশরাফুল আলম পিন্টু..

ঘোড়ার আগে গাড়ি জোড়ে
কেউবা গায়ের জোরে
ভুগে মরে কেউবা আবার
ঘোড়া রোগের ঘোরে।

কেউবা আবার হাঁটতে ভোলে
ঘোড়া দেখলেই খোড়া
ঘোড়ার ডিমের খোঁজ মেলে না
এই দুনিয়া জোড়া।

যত পারো ইচ্ছে মতো
কাটো ঘোড়ার ঘাস
ঘোড়ার ডিঙে ঘাস খেও না
ঘটবে সর্বনাশ।

SHARE

Leave a Reply