ঝাণ্ডা তুলে ধর..
শ্রমিক কেন পায় না শ্রমের দাম
ঝরবে কেন অব্যাহত ঘাম
এই প্রশ্নের জবাব পেতে হবে
শ্রমিক শ্রেণী শান্ত হবেই তবে।
শ্রমিক কেন মরবে ধুকে ধুকে
কারখানাতে মাথা ঠুকে ঠুকে
তাদের প্রতি কেন অবহেলা
বন্ধ করো তাদের নিয়ে খেলা।
শ্রমিক কেন মালিকগুলোর দাস
যখন তখন মেরে করে লাশ
নির্যাতনের রোলার বুকের ’পর
প্রতিবাদের ঝাণ্ডা তুলে ধর।