Home ছড়া-কবিতা ঘুমিয়ে গেলে কবি তুমি

ঘুমিয়ে গেলে কবি তুমি

কামাল হোসাইন..

সকালবেলার পাখি তুমি আর হলে না
বন্দি হয়ে বদ্ধ ঘরে থেকেই গেলে,
চুপটি করে রইলে তুমি নিজের ভেতর
ভাল্লাগে কি এই যে ঘুড়ি-লাটাই ফেলে?

ভোরের আগেই নিত্যদিনের জাগার প্রয়াস
কোথায় গেল মনের সেসব উন্মাদনা?
হারিয়ে যাবার ভয় ছিল না তোমার জানি
বুকের ভেতর চলতো কেবল স্বপ্ন বোনা!

তালপুকুরের ধারে থাকা লিচু গাছে
থোকা থোকা টসটসে সব লিচু ঝোলে,
নবা আজও ফাঁকি দেয়া নামতা পড়ে
‘বাবা আপিস’ ব্যাস তখনই মায়ের কোলে!

খাঁদুদাদুর নাকটা তো সেই রইলো বোঁচা
হেসেই মরি, হেসেই মরি; সে কী হাসি,
সৃষ্টিসুখের উল্লাসে কী ক্লান্ত হলে
‘দারিদ্র্য’কে মহান করে হাসবে চাষি?

বিদ্রোহ হয় কিন্তু তেমন আগুনঝরা
হয় না গাঁথা বিপ্লবী সেই শব্দমালা,
কোন অভিমান নিয়ে তুমি লুকিয়ে গেলে
কোথায় দেবো সাজিয়ে রাখা বরণডালা?

SHARE

Leave a Reply