হেলাল আনওয়ার..
চাঁদ বলে হাসতে পার?
খোকা বলে, না-
তবে তুমি আমার কাছে
হাসতে শেখনা।
তারা বলে, এসো কাছে
আলো একটু জ্বালি
খোকা বলে, পারিনাতো-
মজা করো খালি?
রবি বলে, আমার মতো
কিরণ যদি চাও।
তবে আমার একটুখানি
সঙ্গী করে নাও।
সবার কথা শুনে খোকা
বসে বসে ভাবে
এখন থেকে আলোকিত
মানুষ হয়ে যাবে।
লেখাটা খুব লেগেছে। এমন ধরনের কবিতা আরো চাই….