আশরাফ জামান..
মাগো আমার ইচ্ছে করে
পাখির মত উড়তে
আমার দেশের সকল পথে
ইচ্ছে মত ঘুরতে।
হঠাৎ করে সত্যি যদি
দু’টি পাখা পেতাম
শহর বন্দর সকল গাঁয়ে
ইচ্ছে মত যেতাম।
হয়তো কোথাও ঝুপড়ি ঘরে
কিশোর কোনো ছেলে
দেখবো গিয়ে খায় কী তারা
কী করে যে চলে!
নাই কি তাদের বাবা-মা আর
আপন কোনো জন
দেখবো গিয়ে কিসের অভাব
কেমন তাদের মন?