রফিক হারীরী ..
বৈশাখ আনে মস্ত গরম
জ্যৈষ্ঠ আনে ফল
কাঁচা-পাকা আম দেখে
জিভে আসে জল।
আম জাম, লিচু আর
কাঁঠালের গন্ধে
গ্রীষ্ম এলো বলে আজ
মন নাচে ছন্দে।
নানান ফলে বাজার ভরে
জ্যৈষ্ঠ এলে পরে
আম কাঁঠালের মেলা বসে
সবার ঘরে ঘরে।
রফিক হারীরী ..
বৈশাখ আনে মস্ত গরম
জ্যৈষ্ঠ আনে ফল
কাঁচা-পাকা আম দেখে
জিভে আসে জল।
আম জাম, লিচু আর
কাঁঠালের গন্ধে
গ্রীষ্ম এলো বলে আজ
মন নাচে ছন্দে।
নানান ফলে বাজার ভরে
জ্যৈষ্ঠ এলে পরে
আম কাঁঠালের মেলা বসে
সবার ঘরে ঘরে।