সোহাগ আহমেদ..
মধুমাসে ফলের রসে
মনটি ভরে যায়
এই ঋতুতে সবার ঘরে
ফলের আমোদ চাই।
খোকা-খুকি গাছের নিচে
আম কুড়তে যায়
আম খেয়ে মুখ রাঙাতে
সবার মনই চায়।
মধুমাস প্রিয় যদি
সবার কাছে হয়
মধুমাসে ফলের সাথে
সবার পরিচয়।
সোহাগ আহমেদ..
মধুমাসে ফলের রসে
মনটি ভরে যায়
এই ঋতুতে সবার ঘরে
ফলের আমোদ চাই।
খোকা-খুকি গাছের নিচে
আম কুড়তে যায়
আম খেয়ে মুখ রাঙাতে
সবার মনই চায়।
মধুমাস প্রিয় যদি
সবার কাছে হয়
মধুমাসে ফলের সাথে
সবার পরিচয়।