Home তোমাদের কবিতা মধুর স্মৃতি

মধুর স্মৃতি

নাছরিন আক্তার..

মধুমাসে ফলের মাসে
ফলের হাট-বাজার
মধুমাসে যায় যে দেখা
ফলের নানা বাহার।
জাম, জামরুল, কাঁঠাল ও
আনার, আতাফল
আর দেখা যায় তরমুজ
ফুটি ও বেতফল।
লিচুগাছের মগডালে
পাড়ার কিশোর চড়ে
রসের ফলে জিবটা ভিজে
কিশোর ভিজে ঝড়ে।
আমতলা জামতলায়
ফল কুড়ানোর খেলা
গ্রীস্মের ছুটি কচি মনে
ভাসায় মধুর ভেলা।

SHARE

Leave a Reply