মিনতে আসমানা ..
নদীর বুকে জোয়ার আসে
আবার যায় চলে
রাতের বেলায় জোনাক পোকা
মিটির মিটির জ্বলে।
গাছে গাছে পাখি ডাকে
মধুর কলতানে
শস্য শ্যামল দেশটি আমার
তাকাই তোমার পানে।
তুমি আমার বাংলাদেশ
আমার জন্মভূমি
পদ্মা মেঘনা যাচ্ছে বয়ে
তোমার চরণ চুমি।
মিনতে আসমানা ..
নদীর বুকে জোয়ার আসে
আবার যায় চলে
রাতের বেলায় জোনাক পোকা
মিটির মিটির জ্বলে।
গাছে গাছে পাখি ডাকে
মধুর কলতানে
শস্য শ্যামল দেশটি আমার
তাকাই তোমার পানে।
তুমি আমার বাংলাদেশ
আমার জন্মভূমি
পদ্মা মেঘনা যাচ্ছে বয়ে
তোমার চরণ চুমি।