Home ছড়া-কবিতা আবদুল হাই শিকদারের কবিতা

আবদুল হাই শিকদারের কবিতা

শুভ নববর্ষ..

বাংলা আমার নিজের বছর ইংরেজিটা ইয়ারকি,
সেই কথাটা ফি বছরে বিলায় ঝড়ে বৈশাখী।

নতুন বছর সাজের হাতি কিংবা নাগর দোলায় দোলা,
আশি টাকার খাসিও নয় সোনার চেয়ে দামী তোলা।

পান্তা ইলিশ ফিলিশ রেখে মাঠ পেরিয়ে চলরে চল
আমার বছর ইংরেজি নয় বাংলা ভাষায় বলরে বল।

আমার ঋতুর বোশেখ রাজা ভাঙ্গাগড়ায় ব্যস্ত বেশি,
আমার বোশেখ সংস্কৃত নয় ঝড়ের দীপ্ত এলোকেশী।

ব্যাকরণের বিরুদ্ধে সে পাঠ্য যে তার মূল বই,
তাই তো স্বর্গ মর্ত্য জুড়ে বাধা তুমুল কী হৈ চৈ!

বাংলা আমার ফতেহউল্লাহ তারই গাঢ় মেধার ফল,
রুকনাবাদের ধারার সাথে মিশেছিল পদ্মা-জল।
বছর গুনে কৃষক জীবন ফসলি সনে হয় উচ্ছল,
সিরাজনগর অনেক দূরে ঢাকা আমার পুণ্য ফল।

নতুন বছর নতুন বোশেখ নতুন পলির চর,
ভাঙ্গাগড়ার গন্ধে ভরা বাংলাদেশের নিজ অন্তর।

SHARE

Leave a Reply