শিপুল : ডাক্তার সাহেব, আমি দূরের জিনিস ভালো দেখতে পাই না। একটা চশমা দিন।
ডাক্তার : জানালা দিয়ে বাইরে ওপরে আকাশের দিকে তাকাও। কী দেখা যায় বল?
শিপুল : রাতে তো চাঁদ আর তারা।
ডাক্তার : বাছা, আর কত দূর দেখতে চাও?
সংগ্রহে : রফিকুল ইসলাম
রূপদিয়া, যশোর
প্রাইভেট শিক্ষক তার তৃতীয় শ্রেণী পড়–য়া ছাত্রের বিজ্ঞান বইটা হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে জিজ্ঞেস করলেন, স্কুলে কোথায় পড়াচ্ছে?
ছাত্র : কেন স্যার স্কুলের ঘরের মাঝখানে!
সংগ্রহে : শিউলী আক্তার
সপুরা, রাজশাহী
ফাইজুল : কাল আমারে দশজনে মিলে অনেক মেরেছে।
তালেব : তা তুই কী করলি?
ফাইজুল : আমি রেগে গিয়ে বললাম, পারলে একজন একজন করে আয়।
তালেব : তারপর?
ফাইজুল : তারপর আর কী, ওরা একজন একজন করে এসে আবার আমাকে মারল।
সংগ্রহে : আবু সাঈদ
পাকেরহাট, খানসামা, দিনাজপুর
আশিক : দাদা এটা কী?
দাদা : ভাজা লবণ। তোর দাদী ভেজে দিয়েছে।
আশিক : দাদা কেন?
দাদা : ডাক্তার ভাতের সাথে কাঁচা লবণ খেতে নিষেধ করেছে তো তাই।
সংগ্রহে : আতাহার আলী
গফরগাঁও, ময়মনসিংহ
আতাহার : জিহাদ, বলতো সূর্য প্রতিদিন কোন্ দিক দিয়ে ওঠে?
জিহাদ : কেন তুই জানিস না? সূর্য তো প্রতিদিন মন্নার বাড়ির উপর দিয়ে ওঠে।
সংগ্রহে : মো: রানা
গফরগাঁও, ময়মনসিংহ
এক ছোট ছেলে জীবনে প্রথমবার সাপ দেখে ওর মাকে ডাকছেÑ মা, মা দেখ, এখানে একটা লেজ নড়াচড়া করছে। কিন্তু কুকুরটা নেই।
সংগ্রহে : মাহিদুল ইসলাম মন
সদর, রংপুর
ডাক্তার : মনে হয় ঔষধটায় কাজ হয়েছে। আজ আপনার কাশির আওয়াজটা বেশ ভালো ঠেকছে।
রোগী : ভালো তো ঠেকবেই। কাল সারা রাত জেগে কাশিটা প্র্যাকটিস করেছি যে!
সংগ্রহে : নিজিবা মুসহিবা অহনা
ভিকারুননিসা নূন স্কুল, ঢাকা
তিন বন্ধু গল্প করছেÑ
প্রথম বন্ধু : জানিস, আমার বাবা মারা যাওয়ার সময় আমার জন্য পাঁচ লক্ষ টাকা রেখে গেছেন।
অপর বন্ধুদ্বয় : ক্যাশ না চেক?
প্রথম বন্ধু : ক্যাশ!
দ্বিতীয় বন্ধু : জানিস আমার বাবা মারা যাওয়ার সময় আমার জন্য ১০ লক্ষ টাকা রেখে গেছেন।
অপর বন্ধুদ্বয় : ক্যাশ না চেক?
দ্বিতীয় বন্ধু : চেক।
তৃতীয় বন্ধু : জানিস, আমার বাবা মারা যাওয়ার সময় আমার জন্য ১৫ লক্ষ টাকা রেখে গেছেন।
অপর বন্ধুদ্বয় : ক্যাশ না চেক?
তৃতীয় বন্ধু : ক্যাশও না চেক ও না।
অপর বন্ধুদ্বয় : (অবাক হয়ে) তাহলে!
তৃতীয় বন্ধু : তোদের বাবার কাছে পাওনা।
সংগ্রহে : মু. সোহেল রানা
শ্রীরামপুর, ঝিকরগাছা, যশোর
excellent iam very happy ,,
iam always read a newspaper and kishorkantho
I LOVE BANGLADESH ISLAMI SHATRO SHIBIR
I LOVE BANGLADESH ISLAMI SHATRO SHIBIR & Kisor Konto
Kishorkantha ke dhonnobad ato hashir koutuk pathaber ganne
আমার খুব ভাল লেগেছে। আর্ও সুন্দর করে কৌতুক তৈরি কর তাহলে আরও ভাল লাগবে। ধন্যবাদ।
আমার ঠিকানা
চন্দনপাঠ সাঘাটা গাইবান্ধা।
very good
i miss my country. and i love my country bangladesh. bangladeshi kishokontho book make me happy.
apni ki bangladeshar bahira?
বই কিনে বই পড়
অর্থের চেয়ে বিদ্যা বড়
বিদ্যা দিয়ে বুদ্ধি ধর
বুদ্ধি দিয়ে জগত গড়ো
ধন্য হবে তোমার জীবন
যদি পন্ডিত হয়ে মর
nice joke
শপথ
রাখব না আর মুখ বন্ধ করে
বলব কথা দেশের তরে,
সত্য কথা বলে যাব,
রইব না আর পিছে পড়ে।
সৎ কাজের আদেশ এবং
অসৎ কাজের বাঁধা দিব,
গরীব দুঃখীর পাশে রইব
সব ভেদাভেদ ভুলে যাব।
প্রভু তুমি সহায় থেক
এই হলো মোর প্রার্থনা,
জীবন থাকতে দেশের তি
হতে আমি দিব না।
খুশীর ঈদ
ঐ আকাশে চাঁদ উঠেছে
কাল যে হবে ঈদ,
এই খুশীতে সব শিশুদের
নেই যে চোখে নিঁদ।
কেউ বা যাবে বেড়াতে
নানা-নানীর বাড়ি,
তাইতো সবাই কাপড় নিয়ে
করছে কাড়াকাড়ি।
ঈদগাহেতে গিয়ে সবাই
করবে কুলাকুলি,
প্রতিজ্ঞা করবে তারা
আজ থেকে সব বিবেদ ভুলি।
Nise
খুব ভালো লাকছেএ
i love kisorkonto.but ami jode citi patay,tahole amar citia ghon kore na.