ইয়াসির আরাফাত নিশান..
নতুন বছর আসলে পরে
খুশির অন্ত নাই
সর্বক্ষণে নতুন সালের
থাকি অপেক্ষায়।
নতুন বছর মানেই হলো
নেই নতুনের শেষ
সব মিলিয়ে জীবন গড়ার
নতুন পরিবেশ।
দুঃখ-কষ্টের পুরান খাতা
সব দূরে ঠেলে
সুখের সাগরে ভাসর মোরা
নতুন পাতা মেলে।
ইয়াসির আরাফাত নিশান..
নতুন বছর আসলে পরে
খুশির অন্ত নাই
সর্বক্ষণে নতুন সালের
থাকি অপেক্ষায়।
নতুন বছর মানেই হলো
নেই নতুনের শেষ
সব মিলিয়ে জীবন গড়ার
নতুন পরিবেশ।
দুঃখ-কষ্টের পুরান খাতা
সব দূরে ঠেলে
সুখের সাগরে ভাসর মোরা
নতুন পাতা মেলে।