Home তোমাদের কবিতা নতুন মিছিল

নতুন মিছিল

মুনীরুল ইসলাম..

নতুন মিছিল করতে হবে
নতুন দিনের নতুন সেনাদল,
মিথ্যে দলার শ্লোগান তোলে
সত্য ঘরের দুয়ার খোলে
হাতছানিতে ডাকতে হবে
এই মিছিলে শামিল হতে, রেখে মনোবল।
নতুন নতুন মিছিল করে
নতুন আলো দাও ছড়িয়ে দাও,
এই সমাজের সকল কালো
বদলে দিয়ে করতে ভালো
হন্যে হয়ে খুঁজতে হবে
অসত্য আর কালো কোথায় পাও।
ধরবে যারা শক্ত হাতে
এই সমাজের ভবিষ্যতের হাল
এই মিছিলে শামিল হতে
হবে তাদের আজ অথবা কাল।

SHARE

Leave a Reply