মুহাম্মাদ খাইরুল ইসলাম..
বৈশাখ আসে কালবৈশাখী
প্রবল ঝড়ের ঘোড়ায় চড়ে
এলো বায়ে বাঁধনহারা
উতাল হাওয়ার লাগাম ছেড়ে।
সত্যের পথে নির্ভীক যারা
বৈশাখ আসে তাদের তরে।
দুর্বার বেগে চলতে শেখায়
রুখতে জুলুম দর্পভরে।
বৈশাখ মানে দুঃসাহসে
লক্ষ্যপানে এগিয়ে চলা
চলতে পথে সত্য ন্যায়ের
বাধা বিপাক ভেঙে ফেলা।