ফয়সাল মাহমুদ..
ইচ্ছে করে নীল আকাশে
ডানা মেলে উড়ি
ইচ্ছে করে স্বাধীনভাবে
বিশ্বজাহান ঘুরি।
ইচ্ছে করে সূর্য হয়ে
দেই বিলিয়ে আলো
যে আলোতে ধরাটা আর
থাকবে নাক কালো।
ফয়সাল মাহমুদ..
ইচ্ছে করে নীল আকাশে
ডানা মেলে উড়ি
ইচ্ছে করে স্বাধীনভাবে
বিশ্বজাহান ঘুরি।
ইচ্ছে করে সূর্য হয়ে
দেই বিলিয়ে আলো
যে আলোতে ধরাটা আর
থাকবে নাক কালো।