আমানত উল্লাহ সোহান ..
স্বাধীনতা তুমি জীবন মাঝে
ভালোবাসার গান
স্বাধীনতা তুমি আমার মনে
সবুজ সোনার ধান।
স্বাধীনতা তুমি আমার গর্ব
আমার অহঙ্কার
স্বাধীনতা তুমি আমার মনে
মুক্ত ফুলের বাহার।
স্বাধীনতা তুমি মুক্তদিবস
মুক্ত সোনার দেশ
স্বাধীনতা তুমি মুক্তজীবন
সোনার বাংলাদেশ।