কাউছার আলম..
স্বাধীনতা চাই মোরা
কেমন স্বাধীনতা
যে স্বাধীনতায় থাকবে নাকো
কোনো পরাধীনতা।
স্বাধীনতা চাই মোরা
তেমন স্বাধীনতা।
যে স্বাধীনতায় থাকবে
নিজের স্বাধীনতা।
কাউছার আলম..
স্বাধীনতা চাই মোরা
কেমন স্বাধীনতা
যে স্বাধীনতায় থাকবে নাকো
কোনো পরাধীনতা।
স্বাধীনতা চাই মোরা
তেমন স্বাধীনতা।
যে স্বাধীনতায় থাকবে
নিজের স্বাধীনতা।