Home তোমাদের কবিতা একাত্তরের স্মৃতি

একাত্তরের স্মৃতি

রফিক হারীরী ..

স্বাধীনতা বাংলা মায়ের
আঁচল ভরা সুখ
বিজয়ের কথা মনে হলে
ফুলে ওঠে বুক।
এখনো আমার মনে পড়ে
যুদ্ধে যাওয়ার স্মৃতি
রক্তঝরা মার্চ আমার
দূর করে দেয় ভীতি।

SHARE

Leave a Reply