রাশেদ আমীন..
মনটা আমার সারাটি ক্ষণ
ওড়ে ঘুড়ির মত
দু’চোখ জুড়ে দেখে কেবল
রঙিন স্বপ্ন শত।
মন পাখিটা যায় হারিয়ে
লক্ষ তারার দেশে
কখনো বা বেড়াই হেসে
স্বপ্ন পরীর বেশে।
মন মাঝিটা দূর অজানায়
নীল দরিয়ায় ভাসে
শরৎ মেঘের ভেলায় ছড়ে
হাত নাড়ে আর হাসে।
রাশেদ আমীন..
মনটা আমার সারাটি ক্ষণ
ওড়ে ঘুড়ির মত
দু’চোখ জুড়ে দেখে কেবল
রঙিন স্বপ্ন শত।
মন পাখিটা যায় হারিয়ে
লক্ষ তারার দেশে
কখনো বা বেড়াই হেসে
স্বপ্ন পরীর বেশে।
মন মাঝিটা দূর অজানায়
নীল দরিয়ায় ভাসে
শরৎ মেঘের ভেলায় ছড়ে
হাত নাড়ে আর হাসে।
Nice!!!!!!!!