মঈনুল হোসাইন..
ফুল ফুটবার দিন বসন্ত। বিবর্ণ প্রকৃতিতে জাগে নবীন জীবনের ঢেউ। বনে বনে ফুলে ফুলে খেলা করে রঙিন প্রজাপতি। শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে উঠেছে এখন প্রকৃতি। গাছে গাছে নতুন পাতা, স্নিগ্ধ সবুজ কচিপাতা। ধীরগতিতে চলা বাতাস জানান দিচ্ছে নতুন কিছুর। শীতে খোলসে ঢুকে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া এখন অলৌকিক স্পর্শে জেগে উঠেছে। পলাশ, শিমুলে লেগেছে আগুন রঙের খেলা।
এই যে আমরা বসন্ত ঋতুর কথা বলি এটা ফাল্গুনেরই সুবাদে উচ্চারিত হয়। এ মাসে গরম পোশাক ‘ছাড়ি ছাড়ি’ করেও শরীরে ধরে রাখতে হয়। তা না হলে ঠাণ্ডা লেগে যাবে। আসলে ফাল্গুন একটা অতি স্বল্পকালীন নাতিশীতোষ্ণ মাস মাত্র। এতে শীত যায় না, গ্রীষ্মের তাপও স্পষ্ট হয় না। বলা হয়, কোকিলের ভাঙাগলা সুস্থ হয় এ মাসে। তার ডাক তীক্ষè হয়ে ওঠে।
আর ফাগুন এলেই মনে পড়ে যায় বায়ান্নর ভাষা আন্দোলনের কথা। এটি আমাদের ভাষা শহীদদের তপ্তশোনিত্যক্ত মাস। আটই ফাল্গুন মাতৃভাষা ‘বাংলা’ প্রতিষ্ঠার জন্য রফিক, সালাম, জববার প্রমুখ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। বারবার ফিরে আসে ফাল্গুন, আসে বসন্ত। শোক নয়, সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী মোকাবেলার দুর্বিনীত সাহস আর অপরিমেয় শক্তি নিয়ে। নৈসর্গিক ক্যানভাসে রক্তাক্ত বর্ণমালা যেন এঁকে দেয় অনির্বচনীয় সুন্দর এক আল্পনা। প্রতিচ্ছবি ফুটে ওঠে উদার সড়কের বুকে। দেয়ালগাত্র থেকে লোহিত ধারার মোহনা শহীদ মিনার পর্যন্ত।
অবশ্য ফেব্রুয়ারি মাসের সাথেই এখন বিষয়টা বেশি জড়িয়ে গেছে। যে বাংলাভাষার জন্য ১৯৫২ সালে আন্দোলন হলো, তাকে সরিয়ে জায়গাটা দখল করে নিল ইংরেজি ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ। দিনটা কিন্তু ছিল ৮ ফাল্গুন। আর এখন তো ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেয়েছে।
যা-ই হোক, সময়টা এলেই বিভিন্ন ফুলের সাথে আমরা পরিচিত হয়ে উঠি। আজ সেসব ফুলের মধ্য থেকেই কয়েকটির ব্যাপারে কিছুটা জানার সুযোগ পাবো।
এমনিতে এ সময়ের আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। আবহাওয়াতে যে পরিবর্তনটা ঘটে, সেটাও কোনো উল্লেখযোগ্য বিষয় নয়। তবে সম্ভবত এ মাসে অনেক পুষ্পের উদ্যানে ফুল ফোটার একটা আবহাওয়া বিরাজ করে। এ জন্যই হয়তো ফাল্গুন কুসুমের মাস। পলাশ-শিমুলের ডালে ডালে রক্তিম উচ্ছলতা। বনের নিভৃত কোণে, মেঠোপথের ধারে কারও দেখার অপেক্ষা না করেই পাপড়ি মেলে আরও কত নাম না-জানা ফুল। কোকিলের কুহুতান আর মৃদুমন্দ বাতাসও মনে করিয়ে দেয় সে কথা। এ সময় মহান আল্লাহপাকের অপার সৃষ্টি মহিমায় দক্ষিণ গোলার্ধ পরিভ্রমণ শেষে সূর্য তার কক্ষপথে উত্তর-অভিমুখে ধাবিত হতে থাকে। আপনা হতেই প্রকৃতিতে লাগে পরিবর্তনের হাওয়া। উত্তরী বায়ুর যাত্রাপথ রুদ্ধ হয়ে দখিনা মৃদুমন্দ সমীরণ লহর তোলে। তরুলতা পুরনো পাতা ঝেড়ে ফেলে মুকুলিত হয়। পত্রপল্লবে সুশোভিত হয় সবুজ উদ্যান। আগেই অবশ্য আমমঞ্জরি কোষগুলো পরিণত হতে থাকে। কাঁঠাল গাছের শাখায় শাখায় ধরে মুছি (মুকুল)। লিচু গাছগুলোও ফলবতী হয়ে ওঠে। কাঞ্চন, পারিজাত, মাধবী, গামারী আর মৃদুগন্ধের ছোট ছোট বরুণ ফুল ফোটে। এছাড়া গোলাপ, গাঁদা, ডালিয়াসহ হাজারো নামের বর্ণালি ফুল তো আছেই।
শিমুল
লাল টকটকে ফুল শিমুল। যেন ভাষাশহীদদের বুকের রক্তে রঞ্জিত। বীজ থেকে প্রাকৃতিকভাবে চারা গজানোর ৯-১০ বছরের মধ্যে শিমুলগাছে ফুল ফোটে। দৃষ্টিনন্দন শিমুল ফুলের টকটকে লাল পাপড়িগুলো মানুষের নজর না কেড়ে পারে না। শিমুলগাছ ৬৫ থেকে ৭৫ হাত লম্বা ও ৬-৭ হাত মোটা বা তার চেয়েও বেশি আকারের হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে শিমুলগাছ শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত বেঁচে থাকে। এর শাখারা কাণ্ডে এলোমেলো বিক্ষিপ্ত নয়, স্থানে স্থানে ঘূর্ণিত ভঙ্গি নিলেও সুবিন্যস্তভাবেই বাড়ে। শিমুল উপকারী হওয়া ছাড়াও সুশ্রী এবং সুন্দর। উঠতি শাখাগুলো ঊধ্বর্মুখী হলেও পরিণত অবস্থায় তারা ভূমুখী। অল্পবয়সী শিমুলগাছের গায়ে কাঁটা থাকে। বয়স্ক গাছ মসৃণ, গোড়ায় বড় বড় চ্যাপ্টা খাঁজ থাকে।
শিমুলপুষ্প বৃহৎ, স্থূল এবং সাধারণত রক্তবর্ণ। এত বড় ফুলের এমন উদার প্রাচুর্য এ দেশের অন্য বৃক্ষে অনুপস্থিত। পুষ্পিত শিমুল যেন নিপুণ প্রকৃতির স্বহস্তে রচিত বৃহত্তম পুষ্পস্তবকটি।
কয়েক প্রজাতির শিমুল গাছ আছে। যেমন- সোনারি শিমুল। অন্যান্য স্থানীয় নাম Buttercup tree, Yellow slik cotton tree, Golden silk cotton tree. বৈজ্ঞানিক নাম Cochlospermum religiosum. শ্বেত শিমুল। স্থানীয় নাম Kapok, Ceiba, White Silk-Cotton Tree, Safed semal, Kutashalmali.
বৈজ্ঞানিক নাম Ceiba pentandra. এবং আমাদের পরিচিত শিমুল। স্থানীয় নাম Silk Cotton Tree, Kapok Tree, Dumboil.
বৈজ্ঞানিক নাম Bombax ceiba. অন্যনান প্রজাতির মধ্যে আছে Salmalia malabarica.
এই সময় শিমুল গাছের পাতাঝরা ডালে অসংখ্য ফুল ফোটে। কাক, শালিক, ফিঙে সেখানে ভিড় করে। তাদের মারামারি আর চেঁচামেচিতে আশপাশ পরিবেশ মুখরিত হয়। ফুল ঝরে গিয়ে যে ফল হয় তাতে ঠাসা থাকে তুলা যা শিমুলতুলা নামে পরিচিত। সাধারণ একটি গাছ থেকে ১০-১৫ কেজি তুলা পাওয়া যায়। শিমুল কাঠ হালকা ও নরম, দেশলাইয়ের বাক্স ও কাঠি বানাতে ব্যবহৃত হয়।
পলাশ
ফুলটা দেখতে খুব সুন্দর। প্রকৃতিতে পলাশ ফুলের এই শোভাবর্ধন বসন্ত ঋতুর আগমনের ইঙ্গিত বহন করে। বসন্তের আরেক সংবাদবাহক এই পলাশ। মূলত শীতে যখন গাছগুলো তাদের পাতা হারিয়ে দৃষ্টিকটুতায় আক্রান্ত হয়, তখনই প্রকৃতি তার আপন লীলায় মত্ত হয়ে দৃষ্টিকটু গাছে উজ্জ্বল লাল বা গাঢ় কমলা রঙের এই পলাশ ফুল ফুটিয়ে পলাশগাছের কদর বাড়িয়ে দেয়। সবুজের সমারোহে লালের কোলাহল। উজ্জ্বল বর্ণের জন্য অনেক দূর থেকেই আমাদের নজর কাড়ে। গাঢ় কমলা রঙের ফুলগুলো বেশ লম্বা, সামনে একটি চওড়া পাপড়ি, পেছনে কয়েকটি একত্রে বাঁকানো, পাখির ঠোঁটের মতো। মৌগ্রন্থি আছে বলেই পাখিরা মধুর লোভে ভিড় জমায়। এর সংস্কৃত নামটিও সুন্দর, কিংশুক। শহরাঞ্চলে এ ফুল অপ্রচুর হলেও গ্রামেগঞ্জে প্রচুরই বলতে হবে। ‘ফ্লেইম অব দ্য ফরেস্ট’ বা ‘অরণ্যের অগ্নিশিখা’ নামে অভিহিত পলাশ দূর থেকেই দ্রষ্টব্য, বিশেষত গ্রামে- ঘন সবুজের বুকে কমলা-লাল হয়ে ফুটে থাকে বলে।
পলাশের বিচি থেকে দেশীয় ভেষজ ঔষধ তৈরি করা হয়। একসময় পলাশ গাছের শিকড় দিয়ে মজবুত দড়ি তৈরি করা হতো। সেই সাথে পলাশের পাতা দিয়ে তৈরি হতো থালা। পলাশের আরও কিছু প্রজাতি দেখতে পাওয়া যায়, যেমন Butea frondosa, Erythrina monosperma, Plaso monosperma। এরকমই আরেক প্রকার পলাশ দেখা যায় যার বাংলা নাম রুদ্রপলাশ। এটি আমাদের পরিচিত পলাশ ফুল থেকে একটু ভিন্ন।
কৃষ্ণচূড়া
কৃষ্ণচূড়া ফুলের রঙ উজ্জ্বল লাল। বলা যায় বাংলাদেশে ফাগুনের প্রধান ফুল। ফুলগুলো বড় চারটি পাপড়ি যুক্ত। পাপড়িগুলো প্রায় ৮ সেন্টিমিটারের মত লম্বা হতে পারে। কৃষ্ণচূড়া জটিল পত্রবিশিষ্ট এবং উজ্জ্বল সবুজ। প্রতিটি পাতা ৩০-৫০ সেন্টিমিটার লম্বা এবং ২০-৪০টি উপপত্র বিশিষ্ট।
কৃষ্ণচূড়া গাছের লাল, কমলা, হলুদ ফুল এবং উজ্জ্বল সবুজ পাতা একে অন্যরকম দৃষ্টিনন্দন করে তোলে। কৃষ্ণচূড়া মাদাগাস্কারের শুষ্ক পত্রঝরা বৃক্ষের জঙ্গলেও পাওয়া যায়। যদিও জঙ্গলে এটি বিলুপ্ত প্রায়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটি জন্মানো সম্ভব হয়েছে। সৌন্দর্যবর্ধক গুণ ছাড়াও এই গাছ উষ্ণ আবহাওয়ায় ছায়া দিতে বিশেষভাবে উপযুক্ত। কৃষ্ণচূড়া উদ্ভিদ উচ্চতায় কম (সর্বোচ্চ ১২ মিটার) হলেও শাখা-পল্লবে এটি বেশি অঞ্চল ব্যাপী ছড়ায়। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও নাতিশীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ। ক্যারাবিয়ান অঞ্চল, আফ্রিকা, হংকং, তাইওয়ান, দক্ষিণ চীন, বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অনেক দেশে এটি জন্মে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণচূড়া শুধুমাত্র দক্ষিণ ফ্লোরিডা, দক্ষিণ পশ্চিম ফ্লোরিডা, টেক্সাসের রিও গ্রান্ড উপত্যকায় পাওয়া যায়।
পৃথিবীর বিভিন্ন দেশে কৃষ্ণচূড়ার ফুল ফোটার সময় বিভিন্ন-
দক্ষিণ ফ্লোরিডা – জুন
ক্যারাবিয়ান – মে থেকে সেপ্টেম্বর
ভারত-এপ্রিল থেকে জুন
অস্ট্রেলিয়া-ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি
আরব আমিরাত-সেপ্টেম্বর
অঞ্জন
ফাগুনের মন মাতানো ফুলের মধ্যে এটির বৈশিষ্ট্যই আলাদা। খর্বাকৃতির বৃক্ষে (৮-১৪ মিটার পর্যন্ত লম্বা হতে পারে) বছরে একবার বা দু’বার চমৎকার নীল রঙের ফুল ফোটে। অঞ্জনের বৈজ্ঞানিক নাম Memecylon umbellatum. এটি Memecylaceae পরিবারের অন্তর্ভুক্ত। অন্যান্য নামের মধ্যে Delek air tree, Ironwood tree, Kaya, Mandi, Lakhonde প্রভৃতি উল্লেখযোগ্য। অন্য প্রজাতি Memecylon edule।
অঞ্জনের পাতা গনোরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়। অন্যান্য আয়ুর্বেদীয় চিকিৎসায়ও এর ব্যবহার হয়ে থাকে।
মাধবী
কত কত তার নাম! বাসন্তি, পুণ্ড্রক, মণ্ডক, অতিমুক্ত, বিমুক্ত ও ভ্রমরোৎসব। এসব তার মনের ভাব প্রকাশক নাম। বাসন্তী বা হলদে রঙে রঞ্জিত বলে সে বাসন্তী, আবার বসন্তকালে ফোটে সেই ভাবপ্রকাশক। পুণ্ড্রদেশে জন্ম বলে পুণ্ড্রক। সম্পূর্ণ বিকশিত হয় বলে অতিমুক্ত। বন্ধনহীন বা নানা রোগের বন্ধন মোচন করে বলে বিমুক্ত। তার ফুল ফুটলে দলে দলে ভ্রমরেরা মধু সংগ্রহে আসে বলে ভ্রমরোৎসব নাম। আবার সমার্থবাচক নাম হলো- চন্দ্রবল্লী (চন্দ্রলতা), সুগন্ধা, ভৃঙ্গপ্রিয়া (ভ্রমরপ্রিয়া), ভদ্রলতা। আবার সুবসন্ত, পরাশ্রয়- এসবও মাধবীর নাম। মাধবী পিত্ত, কাশ, ব্রণ, দাহ, তৃষ্ণা ও ত্রিদোষ নিবারক। ত্রিদোষ অর্থ বাত, পিত্ত ও কফ নিবারণ করে। ঔষধি গুণের জন্যও সে সবার কাম্য। মজার ব্যাপার হলো পুণ্ড্রক নামটি। এটি তার জন্মস্থান বা বাসস্থান বর্ণনাদ্যোতক। পুণ্ড্র বা ময়মনসিংহ অঞ্চলে এক সময় মাধবীর প্রাচুর্য ছিল।
মাধবীর লতা লক লক করে বেড়ে চলেই। সকালে লম্বা লম্বা ডালের পর্বের মাথায় পাতা ও প্রায় তিন সেন্টিমিটার লম্বা ফুল ফোটে। ফুলের কোমল রোমশ পাপড়ির স্পর্শে প্রাণ নেচে ওঠে। এখন অবশ্য মাধবীর স্পর্শ পাওয়াটা দুর্লভ। কারণ মাধবীরা হারিয়ে যাচ্ছে। এখন সৌখিন ও সোন্দর্যপিপাসুরা ছাড়া মাধবীকে কেউ মনে করে না। মাধবীর দুধ-সাদা পেলব পাপড়িতে আছে হলুদ রঙের জ্বলন্ত বসন্ত-উদ্ভাস। তবে এদের প্রস্ফুটন স্বল্পকালীন। মাত্র কয়েকদিনেই এর সমস্ত উচ্ছ্বাস শেষ হয়ে যায়।
কাঞ্চন
কাঞ্চন ফুলের নাম করলে বসন্তের তথা ফাগুনের রক্তিম ফুলটির কথাই সচরাচর মনে পড়ে। তাকে নিয়ে কবিতাও আছে- “ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল/ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল”। গাঢ় মেজেন্টা, হালকা বেগুনি এবং সাদা- তিনটি প্রজাতি সংবলিত কাঞ্চন ফুলের গাছটির পাতা শীতের শেষে ঝরে যায়। তবে ফাল্গুনেই নিষ্পত্র শাখাজুড়ে প্লাবন আসে ঘন মেজেন্টা আর দুধ-সাদা কাঞ্চন ফুলের।
আমাদের দেশে সাধারণত তিন ধরনের কাঞ্চন চোখে পড়ে- দেবকাঞ্চন, রক্তকাঞ্চন ও শ্বেতকাঞ্চন। দেবকাঞ্চন অবশ্য বসন্তের ফুল নয়, হেমন্তের। বর্ণেও আকাশ-পাতাল তফাৎ। এর বর্ণ শ্বেত-শুভ্র। বৈজ্ঞানিক নাম Bauhinia purpurea। দেবকাঞ্চন মাঝারি আকারের গাছ। উচ্চতা গড়পরতা ৮-১০ মিটার। পাতা একটু বড়, গাছটিও। ফুল ছয় থেকে আট সেন্টিমিটার চওড়া, পাপড়ির সংখ্যা পাঁচটি। ঠিক গুচ্ছ আকারে নয়, তবে একটি ডাঁটায় কয়েকটি করে ফুল ফোটে। ফুলে মিষ্টি সৌরভ। সেই সৌরভে মুগ্ধ হয়ে কীটপতঙ্গ উড়ে আসে। তাতেই পরাগায়ণ। হেমন্তের মাঝ নাগাদ শাখা ফুলে ভরে ওঠে। এ সময় পাতাও থাকে অল্প। তখন খুবই চমৎকার দেখায় গাছগুলো। শীতের মাঝামাঝি পর্যন্ত ফুল থাকে। ফুল ফোটা শেষ হলে শিমের মতো আকৃতির ফল ধরে। ভেতরে বীজ থাকে ১২ থেকে ১৬টি। বীজ থেকে সহজেই এর চারা উৎপন্ন করা যায়। হিমালয়ের পাদদেশ ও আসাম দেবকাঞ্চনের আদি নিবাস। বাংলাদেশে এর বংশবিস্তার বহুকাল থেকে।
শ্বেতকাঞ্চনের অন্য নাম কানারাজ। এটি সাধারণত বাগান ও কোনো স্থাপত্যের শোভাবর্ধনের জন্য বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। অন্যান্য নামের মধ্যে White Orchid, Mountain-ebony
উল্লেখযোগ্য।
বসন্তের কাঞ্চনের নাম রক্তকাঞ্চন। ফোটে বসন্তের শুরুতে। আর নাম থেকেই অনুমান করা যায় এর রঙ কেমন। শীতের শেষে রক্তকাঞ্চনের পাতা ঝরে যায়। এর পাতাগুলোও চমৎকার। ডগার দিকটি দ্বিধাবিভক্ত। পাতাবিহীন বা অল্পকতক পাতাকে ছাপিয়ে শাখাগুলো ভরে ওঠে গাঢ় বেগুনি রঙের ফুলে ফুলে। ফোটেও প্রচুর। এর আদিনিবাস ধরা হয় দক্ষিণ এশিয়া।
বরুণ
ফাগুনে সবুজ পাতার কোলে অজস্র সাদা বরুণ ফুল সবার দৃষ্টি কেড়ে নেবেই। বরুণকে টাঙ্গাইল-ময়মনসিংহে বলে বন্যা। আর হাওরাঞ্চলে এটি আড়িবিষুসংক্রান্তি নামে পরিচিত।
গাঁদা
গাঁদা Compositae পরিবারের একটি সদস্য। গাঁদা ফুল বিভিন্ন জাত ও রঙের দেখা যায়। এই ফুল সাধারণত উজ্জ্বল হলুদ ও কমলা হলুদ হয়ে থাকে। সাধারণত এটি শীতকালীন ফুল হলেও বর্তমানে এটি বসন্তে দেখা যায়। বাগানের শোভাবর্ধন ছাড়াও বিভিন্ন উৎসব-অনুষ্ঠান ও গৃহসজ্জায় এর ব্যাপক ব্যবহার ফুলটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। গাঁদা বাংলাদেশে যশোরের গদখালী, ঝিকরগাছা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, গাজীপুর জেলার সদর উপজেলা, চট্টগ্রাম জেলার হাটহাজারী ও পটিয়া, ঢাকা জেলার সাভার এলাকায় অধিক হারে চাষ হয়।
বাংলাদেশে প্রধানত দুই ধরনের গাঁদা পাওয়া যায়। যথা- আফ্রিকান গাঁদা। এই শ্রেণীর গাঁদা হলুদ রঙের, গাছের আকৃতি বেশ বড়। উল্লেখযোগ্য জাতসমূহ হল ইনকা, গিনি গোল্ড, ইয়েলা সুপ্রিম, গোল্ডস্মিথ, ম্যান ইন দি মুন ইত্যাদি। অন্যটি ফরাসি গাঁদা। এই শ্রেণীর গাঁদা কমলা হলুদ হয়ে থাকে। এ জন্য এদের রক্তগাঁদাও বলা হয়। এর গাছ ক্ষুদ্রাকৃতির। পাপড়ির গোড়ায় কালো ছোপ থাকে। উল্লেখযোগ্য জাতসমূহ হল মেরিয়েটা, হারমনি, লিজন অব অনার ইত্যাদি। এছাড়াও সাদা গাঁদা, জাম্বো গাঁদা, হাইব্রিড এবং রক্ত বা চাইনিজ গাঁদার চাষ হয়ে থাকে।
গ্লিরিসিডিয়া
এটি আমাদের দেশী না হলেও আমাদের দেশে এর অভিযোজন এতই চমৎকার যে এখন একে আপন করে নিতেই হয়েছে। ফাগুন আসার আগেই এটি প্রাচুর্যের ঝাঁপি উন্মুক্ত করে দেয়। গাছটি ১৫-২০ মিটার উঁচু, ডালপালা ছড়ানো-ছিটানো ধরনের। পৌষের শেষ দিকে পাতা ঝরিয়ে নির্জীব হয়ে ওঠে। পরিপূর্ণ প্রস্ফুটিত গ্লিরিসিডিয়া যেন একটি বিশাল পুষ্পস্তবক। গড়ন শিমের ফুলের মতো, ঈষৎ সুগন্ধি।
উদাল
এ ফুলটি বুনো ধরনের। এ কারণে শহুরে উদ্যানে খুব একটা দেখা যায় না। তবে মিরপুর বোটানিক্যাল গার্ডেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক গার্ডেনে কয়েকটি গাছ আছে। লম্বা ও ঝুলন্ত ডাঁটায় অনেক ফুল থাকে, চওড়া, হলুদ রঙের, ভেতরটা বেগুনি। চটজলদি ফুলগুলো ঝরে পড়ার পর রোমশ ফলগুলো আসতে শুরু করে। গাঢ় লাল রঙের পাকা ফলগুলো যেন আরেক বিস্ময়।
ডালিয়া
বাংলায় নাম ডালিয়া। বৈজ্ঞানিক নাম Dahlia variabilis এবং এটি Asteraceae পরিবারের অন্তর্গত। ৩৬ প্রজাতির ডালিয়া আছে। এর মধ্যে অনেকগুলোই আমাদের দেশে দেখা যায়। এর আদি নিবাস ধরা হয় মেক্সিকো, সেন্ট্রাল আমেরিকা ও কলম্বিয়াকে। নানান রঙ আর আকারের এই ফুল সাধারণত বাগানের শোভা বাড়ানোর কাজেই ব্যবহৃত হয়।
মর্যাদা, সুরুচিপূর্ণতা ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য ডালিয়া ফুল প্রচলিত। মৃগীরোগের চিকিৎসার জন্য এ ফুলকে ব্যবহার করা যায়। ইউরোপের বিজ্ঞানীরা ডালিয়াকে খাবারের উৎস হিসেবে ব্যবহার করেছিলেন ১৮৪০ সালে যখন রোগের কারণে ফ্রেন্স পটেটো শস্য নষ্ট হয়ে গিয়েছিল। মেক্সিকোর জাতীয় ফুলের মর্যাদায় থাকা ডালিয়ার বিশ্বজয়ের যাত্রা খুব মসৃণ ছিল না। মূলত সতেরশ শতকের শেষ ভাগ থেকেই ডালিয়া এর সৌন্দর্য দিয়ে বিশ্ব যাত্রা শুরু করে। বীজ কিংবা শিকড় উভয় ভাবেই এর বংশবিস্তার ঘটানো সম্ভব হয়।
গোলাপ
গোলাপ এক প্রকারের গুল্ম জাতীয় Rosaceae পরিবারের Rosa গোত্রের কাঁটাযুক্ত কাণ্ডবিশিষ্ট গাছের ফুল। এর পাতার কিনারাতেও ক্ষুদ্র কাঁটা রয়েছে। গোলাপের আদি নিবাস এশিয়া মহাদেশে। অল্প কিছু প্রজাতির আদি বাস ইউরোপ, উত্তর আমেরিকা ও উত্তর-পশ্চিম আফ্রিকা মহাদেশে। ফুলের রানী গোলাপ সৌন্দর্য ও সুবাসের জন্য সারাবিশ্বে পরিচিত। ফুলের জগতে বর্ণে-গন্ধে-আভিজাত্যে এর সমাদরই সবচেয়ে বেশি।
গোলাপের আছে অসংখ্য জাত। পৃথিবীতে প্রায় ১০০ থেকে ১৫০ প্রজাতির বিভিন্ন বর্ণের গোলাপ ফুল আছে। এই সমস্ত প্রজাতির মধ্যে আছে বিভিন্ন উপ-প্রজাতি। সব মিলিয়ে প্রায় ৫৫০টি আলাদা আলাদা গোলাপের অস্তিত্ব রয়েছে পৃথিবীজুড়ে। এর কোনোটা বুনো, ছোট ছোট প্রচুর ফুল ফোটে। কোনোটার ফুল অনেক বড়। এগুলো হাইব্রিড ‘ট্রি’ শ্রেণীর। কোনোটার গাছ লতানো, কোনোটার ঝোপালো। গোলাপি, গাঢ় গোলাপি, লাল, মেরুন, খয়েরি, ঘিয়া, হলুদ, সাদা, দুই রঙা, মিশ্রবর্ণ অনেক প্রকারের গোলাপ আছে।
লাল গোলাপ ভালোবাসা, স্মৃতিচিহ্ন, গভীর আবেগের প্রতীক। অন্য দিকে, সাদা গোলাপ পবিত্রতা, গোলাপি গোলাপ সুখ, হলুদ গোলাপ বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে সুপরিচিত।
মাদার
শিমুল ও পলাশের চেয়ে মাদার ফুলের কদর একটু কম হলেও এর জৌলুস কম নয়। এর গাছ কাঁটাযুক্ত হয়। এর বৈজ্ঞানিক নাম Erythrina variegeta বা Erythrina orientalis। বইয়ের ভাষায় এর নাম পারিজাত আর আঞ্চলিক বা স্থানভেদে এর নাম মাদার, মান্দর, মন্দার, পালতে মান্দার, রক্তমান্দার ইত্যাদি।
পুষ্পমঞ্জরিতে অনেকগুলো ফুল থাকে। ফুল শিমফুলের মতো, ১০ সেন্টিমিটার লম্বা, গাঢ় লাল।
এর গাছ মাঝারি আকারের। গাছ সাধারণত ১৫ মিটারের মতো উঁচু হতে দেখা যায়। গাছের গায়ে কালো কালো গোটা-গোটা কাঁটা থাকে। গোড়ার দিকের কাঁটাগুলো গাছ বড় হলে ঝরে যেতে দেখা যায় অনেক সময়। বীজ থেকে সহজেই চারা জন্মে। ডাল কেটে লাগালেও বাঁচে। অবহেলায় বেড়ে ওঠা এই গাছটি গ্রামাঞ্চলে আজো যত্রতত্র চোখে পড়ে।
পদ্ম
পদ্ম ফুল বড় পিংক বা সাদা পাপড়িযুক্ত। বাংলায় এর অন্য নাম কমল। পুকুর বা বিলের মাঝে যখন পাপড়ি মেলে ফুটে থাকে, তখন দেখতে অপূর্ব লাগে। অনেকগুলো নাম আছে এর। যেমন- শতদল, উৎপল, মৃণাল, পঙ্কজ, অব্জ, অম্বুজ, নীরজ, সরোজ, সরসিজ, সররুহ, নলিনী, অরবিন্দ, রাজীব, ইন্দিরা, কুমুদ, তামরস ইত্যাদি। পাপড়িগুলো ঝরে গেলে শুধু একটি বীজাধার থাকে, যার উপরিভাগ সমতল, কয়েকটি কক্ষ বিশিষ্ট, অনেকটা মৌচাকের মতো দেখতে। প্রতিটি কক্ষে একটি করে বীজ থাকে। অনেকে এই বীজ খেয়ে থাকে। ভারতের জাতীয় ফুল পদ্ম।
গোলাপজাম
এটি দিয়েই আজকের মতো শেষ করতে চাই। মাঘের শীত উপেক্ষা করেই এরা ফুটতে শুরু করে। ফুল দেখতে অনেকটা জামরুলের ফুলের মতোই। দেখতে ভারী সুন্দর। সুতোর মতো ধূসর সাদা রঙের অসংখ্য পাপড়ি চারপাশে ঘন থাকে। অনেকটা ব্রাশের মতো। একই সময়ে ফুল ও ফল ধরে। ফুলটির চিরসবুজ গাছটি মাঝারি উচ্চতার। দেখতে অনেকটা ঝোপাল ধরনের।
বসন্ত বা ফাল্গুন আমাদের কাছে শুধু ফুল বা প্রাণের উৎসবের নামই নয়, ফাগুনের আগুনঝরা, রক্তলাল বসন্ত, এত আলো, হাসি, গান, সৌন্দর্যের পাশাপাশি একটি বিষাদের নাগিনী যেন সমান্তরালভাবে আমাদের চেতনায় প্রবাহিত। আমাদের কাছে ফাগুন আসে রক্তস্নাত ’৫২-র ভাষা আন্দোলনের প্রতীক হয়ে। তাই বসন্তের তথা ফাগুনের আবেদন আমাদের হৃদয়ের গভীরে। চেতনার মর্মমূলে। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, মাদারসহ অসংখ্য ফুলের পাপড়িতে ভরে আসে আমার হারিয়ে যাওয়া প্রিয় ভাইটির হঠাৎ ছলকে দেয়া রক্তের মিশ্রণ। জানিয়ে দিতে হাজির হয় অধিকারকে আদায় করে নেয়ার শপথের। পাশাপাশি ওইসব ফুলের সৌন্দর্য ও বর্ণ-গন্ধ আমাদেরকে বিমোহিত করে, আপন বুলিকে বুকের গভীরে দৃঢ়তার সাথে আঁকড়ে ধরে রাখার প্রেরণা জোগায়। প্রেষণা দেয় দেশকে ভালোবাসার, দেশের কল্যাণে নিবেদিত হওয়ার।
অনেক ভাল লেগেছে।
The Versas even have an identical design, but the Vitamix just
fits more effortlessly.
My site; frigidaire professional series gas range
It’s an remarkable post for all the web visitors; they will take advantage from it I am
sure.
Feel free to surf to my site; Stacey
If some one wants to be updated with most recent technologies afterward he must be pay a quick visit this
website and be up to date everyday.
Feell free to visit my page – make money taking surveys
946229 59141Outstanding weblog here! following reading, i decide to buy a sleeping bag ASAP 224788
I believe this is among the such a lot vital information for me.
And i’m satisfied reading your article. But want get paid to take surveys commentary
on few common things, The site taste is perfect, the articles is really
excellent : D. Good process, cheers
Hi there! This is my first comment here so I just wanted to give a quick shout out and tell
you I truly enjoy reading your blog posts. Can you recommend
any other blogs/websites/forums that cover the same topics?
Thank you!
Client computers may also connect to a Microsoft Windows 2000-based server or with
a server that is running Microsoft Windows NT 4.
Round the clock, comprehensive support by experts will be the need with the hour.
Here is my site: Hp Pavilion Dm4 (bookmarkingviews.com)
Admiring the commitment you put into your site and in depth information you provide.
It’s awesome to come across a blog every once in a while that isn’t the same old rehashed information. Wonderful read!
I’ve saved your site and I’m adding your RSS feeds to my Google account.
Just wish to say your article is as amazing. The
clearness on your submit is simply great and i could suppose you’re knowledgeable in this subject.
Well along with your permission let me to snatch your RSS feed to keep updated with forthcoming post.
Thanks 1,000,000 and please keep up the rewarding work.
Hi i am kavin, its my first time to commenting anywhere, when i read this post i thought i could also make comment due to this good paragraph.
Look at my website: dating advice, http://www.coalrollers.com,
Hmm it appears like your site ate my first comment (it was extremely
long) so I guess I’ll just sum it up what I wrote and say, I’m thoroughly enjoying your blog.
I as well am an aspiring blog writer but I’m still new to everything.
Do you have any points for beginner blog writers?
I’d really appreciate it.
Yep, you guessed it, they’re all at my house, lmenting about their
horrid math teacher or gushing about the hot
guy in 3rd period whiloe I’m stepping over a toddler and a
husky (my pound rescue and my comic relief)trying to fit 2lbs of pasya into a pot designewd
for much less because my 5 year old is using the biig pot for a homemade “science experiment. They create the best gaming consoles in the market and really took the world by storm with each new version released. Select your golf club and use the wind indicator to go below par on this great golf game for blackberry.
I visited multiple websites but the audio feature for audio songs current at this web site iis truly marvelous.
Feel free to surf to my web-site try online dating sites
Choosing the right sms service peovider for your business can take a little more of your valuable time but at the end
it will be all worth the time and effort. If you are the owner of a business, you have
to look for sybtle ways in which you cann promote your company.
, buying, selling as well as promotion of products and services has indeeed
evolved for the better.
Feel free to visit my web-site: make easy money online canada
Hi paid to do surveys every body, it’s my first pay a visit of this weblog; this web site includes remarkable and in fact
fine stuff in favor of visitors.
If you want to obtain a good deal from this post then you have to apply
such techniques to your won website.
My blog post … taking online surveys
Hi there colleagues, its wonderful paragraph about
teachingand completely explained, keep it up
all the time.
Have a look at my page – homepage; Felipe,
I am regular reader, how are you everybody? This article posted at this site is truly pleasant.
A motivating discussion is worth comment. I do believe that you need to publish
more on this subject, it might not be a taboo matter but generally people don’t speak about
such topics. To the next! Best wishes!!
Most people quit their weight loss venture mid way.
This is nnot complicated or even difficult to do, and
you will bee creating the optimal metabolic environment foor burning body fat.
These capsules aare easy and copnvenient too take everyday.
My web-site … weight loss supplement dr oz
Fabulous, what a blog it is! This website gives helpful data to us, keep it up.
my blog post legitimate surveys
Hurrah, that’s what I was seeking for, what a information! existing here at this
weblog, thanks admin of this web site.
I’m curious to find out what blog system you happen to be using?
I’m having some small security issues with my latest blog and I’d like to find something more
safe. Do you have any suggestions?
I like the helpful information you provide in your articles.
I will bookmark your blog and check once more right here
regularly. I am slightly certain I will be told many new stuff right right here!
Best of luck for the next!
Thank you for the good writeup. It in reality was once a leisure account it.
Look complicated to far delivered agreeable from you!
By the way, how could we communicate?
It’s impressive that you are getting thoughts from this paragraph as well as from our dialogue made at this time.
This helps to control blood sugar and it’s easier to burn calories
from small, light meals. The reduction of calories and the increase of exercise
should be approached in increments not to exceed 5% per week.
A major advantage of using a natural pill or other supplement is
that you will even acquire nutrition due to it.
Look into my web site :: weight loss percentage calculator baby
After exploring a number of the blog articles on your site, I
really like your way of writing a blog. I book marked it to my bookmark webpage list
and will be checking back soon. Please check out my web site too and
let me know how you feel.
The study on green tea diets was conducted in China using 240 people with high cholesterol levels as volunteers.
The only way is a properly planned diet and daily exercise.
Thesse capsules are easy andd convenient to take everyday.
my weblog; weight loss products cream
I’ve been browsing on-line more than three hours these days, yet
I never discovered any fascinating article like yours.
It is lovely worth enough for me. Personally, if all webmasters and bloggers made just right content material
as you did, the web can be much more helpful than ever before.
Howdy! This post could not be written any better!
Reading this post reminds me of my previous room mate!
He always kept chatting about this. I will forward this article to him.
Pretty sure he will have a good read. Thanks for sharing!
Simply desire to say your article is as surprising.
The clearness on your put up is just nice and i can think you’re knowledgeable in this subject.
Fine together with your permission allow me to
take hold of your RSS feed to stay up to date with drawing close post.
Thank you one million and please continue the gratifying work.
There you have it, a sure-fire vegetarian weight loss diet plan that ANY vegetarian can succeed, only when you put it into full
action. Keep this in your mind, it will guide yoou
at the right directrion in your jourmey of weight loss.
The causes of abnormal weight loss are listed
below, and theyy may be just a couple of factors related
to it.
Have a look at myy web blog … weight loss tea before and after
While eating your snacks make sure youu are having a low carb protein bar about 90 minutes berore your workout that helps
you burn more fat and calories which tthen speeds up
your weight loss process. This is not complicated
or even difficult to do, and you will be creating the optimal metabolic
environment for burning body fat. How our
mind adapts to failures will largyely determine the condition of
our inherired body.
Feel free to visit myy site :: weight loss motivation for women
This causes your lower abdominal muscles to work in order weight loss shakes for women you to keep your balance.
A trim, flat stomach is an essential part of that look too.
These muscles in most cases require different flat stomach workputs to prperly eliminate the fat that
has beesn stored up and hidden in them.
Audio, the machine supports all formats MP3, WMA, WAV, APE, FLAC,
OGG audio player, with DTS + AC-3 audio decoding.
The actual freedom, simply ove time recouing Xinji moist cloth line of perform
it’s magic, as well 1957 crafted the right coat tannery.
“Thee Funds, Friends and Faith of Happy People.
Entice Cash was launched February 2006 and it is affiliated with IMLive, a
site that sells webcam shows. The IRS offers Free File program using which you can prepare your taxes for free and e-file your taxes easily.
Stores – Online’s system costs a one time fee of $199.
Feel free to surf to my blog post … mind movies profit academy review
Very great post. I simoly stumbled upon your blog and wished to say that I’ve truly enjoyed
surfing around your weblog posts. Aftsr all I’ll be subscribing for your feed andd I’m
hoping you write again soon!
Feel frfee to surf to my webpage: gagner plus d’argent de chez vous
Search available upcoming Latest tamil movie reviews,
wallpapers, galleries, movie show times and film events.
Sometimes, depending on the store, they offer free
shipping as long as your area is within their scope of delivery.
Here are three tips that movie stars use to help you.
Here is my page – La Famille Bélier online
Have you ever thought about creating an ebook or guest authoring on other sites?
I have a blog centered on the same topics you discuss
and would love to have you share some stories/information.
I know my viewers would appreciate your work. If you are even remotely interested,
feel free to send me an e mail.
One point is awarded to each non-rebutted washer inside the box.
Finally, end the fight with a bloody finishing move.
Bloody Javelin Gun (increases alt-fire damage 5%,
reload speed 5%).
Keep on writing, great job!
Merci pour toutes ces actualités !
Search available upcoming Latest tamil movie reviews,
wallpapers, galleries, movie show times and film events.
So, yes, it is possible to find legal free music
downloads online, but at a price, and yes, bootleg movie download are on the rise again because the regular prices of these movie and music tracks are
becoming too expensive. Teaser trailers are more commonly used to promote new games, and television series rather than films.
my web page – la famille bélier télécharger
The movie review paper should be composed in such a way that it touches and gets to the
intended audience. Not only can you download the roommate movie, but
you can watch all the other movies Find free movies watches, download the roommate movie,
players, download the roommate online movie.
Did you ever know that internet has brought for you a great source of entertainment.
my site; La Famille Bélier Télécharger
As mentioned earlier, mobile phones are widely
used by majodity of people not only in thhe Unitesd States
but in other countries ass well. For eg: Invertising or Invitd aadvertising allows consimers to seek specific information he needs and the advertiser can then send a mobile video orr a voice SMS to
the specific consumer. Traditiomal broadcast approaches will not work in a highly personal medium like
the cell phone and marketers neeed to make the mental shift from looking at thhe mobile phone as
a one way channel to mobile phones as a device for dialoguhe that creates deeper, richer brand
experiences.
My web-site … make money online by typing
products with like consequence and see results with your internal representation, but aren’t
idea for a computer memory that offers red-hot conveyance. several stores
intention institutionalize out announcements for announcing income
and sample-codes, ethnical media of your work is sure or not.
You do not understand how large indefinite
amount trash you’re christian louboutin black friday sale Nike Free Run Black Friday 2014 Hermes Black Friday 2014 moist artifact to dry.
modification diamonds are the but items registered on your
personnel and your television equipment motionless, which way that they make a risk-free one.
Hackers use unrestricted speech production to experts or enter your true
day and age. sameness thieving is rather effective because becauseyou be
Visit my web blog; Toms Black Friday Sale
In order to be successful in a home-based business, you must think of this business
as a long-term investment. He or she can also get a good publisher who will undertake the responsibility of publishing the e – Book.
The money making procedure is described in detail on the website
and every member is required to go through the information prior to
signing up.
My web blog – profit academy blog
It is part of the self esteem of young adolescent males to achieve a body that they can be proud of.
Not only do they believe the random testing keeps the athletes clean, but they also hope that it gives
the students a reason to say no. Through the study of history, you may conjointly perceive this scenario
of the planet today.
This is my first time pay a visit at here and i am truly happy to read all at one place.
Results can be acquired within seconds of pre-calculation of profit generation prediction.
These aspects, coupled with decreased medical surveillance, position the AAS abuser at high
threat for significant problems.
hello there and thank you for your info – I’ve certainly picked
up anything new from right here. I did however expertise some technical
points using this website, since I experienced to reload the web site lots of times previous to I could get it to load properly.
I had been wondering if your web host is OK? Not that I’m complaining, but sluggish
loading instances times will sometimes affect your placement in google and could damage
your high quality score if advertising and marketing with Adwords.
Anyway I am adding this RSS to my email and could look out for much more of your respective interesting content.
Ensure that you update this again very soon.
What’s up, the whole thing is going nicely here and ofcourse every one is sharing data,
that’s truly fine, keep up writing.
Furthermore, a scrape resistant Corning glass prevents the unit
from getting unwanted scratches. Your goal is to rise as high as you can while avoiding
killer squirrels, enemy ninjas and many other enemies that
are out to get you. SOOMLA Created a In-App Purchase Unity Plugin that is rapidly
growing in popularity.
Prime 31 have made numerous plugins for Unity and two of them deal with In-App Purchasing.
It is one of the most creative and talented game development company, they guarantee 100% satisfaction for all your requirements.
It will help you create and maintain a great rapport with your clients by having latest applications.
Furthermore, a scrape resistant Corning glass prevents the
unit from getting unwanted scratches. i – OS does not provide the facility of multi-tasking.
Tattoo Tycoon takes a fairly standard track when it comes to tycoon-style games.
Prime 31 have made numerous plugins for Unity and two of them deal with
In-App Purchasing. I can just tell you to look at my older review of the
match-3 game and take in an early lunch. It will help you create and maintain a great rapport
with your clients by having latest applications.
Search available upcoming Latest tamil movie reviews,
wallpapers, galleries, movie show times Fast and Furious 7 Télécharger film events.
They invoke the same kind of interest to their audiences; however this time around,
it would be through the web medium, instead of a movie theatre preview.
Did you ever know that internet has brought for you a great source of entertainment.
Driver’s Ed: People who are planning to take the driver’s
education test in the near future can sharpen up their skills by downloading this incredible application. i – OS does not provide the facility of multi-tasking.
SOOMLA Created a In-App Purchase Unity Plugin that is rapidly growing in popularity.
Furthermore, a scrape resistant Corning glass prevents the unit from getting unwanted scratches.
You can even watch both content side by side using the Dual View facility.
It has the best features that will give it’s user the best satisfaction.
I believe this is among the such a lot important info for me.
And i am satisfied studying your article. But wanna
observation on few basic things, The website taste is great, the articles is
in reality nice : D. Just right process, cheers
Thanks for finally talking about > আগুনঝরা ফাগুন
– কিশোরকণ্ঠ < Liked it!
Thank you for another great post. Where else could anyone get that kind
of info in such a perfect means of writing?
I have a presentation subsequent week, and I am at the
look for such information.