ফারুক নওয়াজ…
মাকে আমি ভালোবাসি, কেন ভালোবাসি?
মা’র মুখে কী মধুর মায়ামায়া হাসি।
‘আয় খোকা, আয় সোনা, আয় কাছে আয়…’
এমন মায়ালু ডাকে দূরে থাকা যায়!
এমন মধুর ডাক, মধুর হাসি
তুচ্ছ যে নির্ঝর, মোহন বাঁশি
তুচ্ছ যে পূর্ণিমা চাঁদের কিরণ
তুচ্ছ যে দুনিয়ার আছে যত ধন
মা আমাকে ভালোবাসে, কেন ভালোবাসে?
আমার আনন্দে কেন মা-ই শুধু হাসে?
আমার অসুখে কেন মা-ই থাকে পাশে?
জানি না, জানি না আমি, জানি না কিছুই
শুধু জানি মাকে ছাড়া আমি আমিহীন
মাকে ঘিরে খাব্ দেখি রঙিন-রঙিন।
মায়ের ‘খোকন’ ডাক, ‘আয় সোনা আয়’
এমন আবেগমাখা মায়ের ভাষায়
এই ভাষা বুকে নিয়ে- আমার জীবন
এই ভাষা মুখে নিয়ে- থাকি সারাখন।
এই ভাষা যদি কেউ কেড়ে নিতে চায়
বলো, বলো কখনো কি সেটা সওয়া যায়?
‘মা-মাগো’- এই বলে
আমিও তো তাই-
ভাষার মিছিলে সোজা
পথে নেমে যাই।
তারপর? তারপর-
মহাইতিহাস
ভায়ের রক্তে ভেজে পথ মাটি ঘাস।