Home ছড়া-কবিতা ডাক দিয়েছে

ডাক দিয়েছে

হেলাল আনওয়ার …

মধ্যরাতে ঘুমের ভেতর কে দিল ফের ডাক
অনেক দিনের চেনা সুরে
নিকষ আঁধার জাপটে ধরে
বলছে শুধু-বারেক বাজাও উদোম বেলার ঢাক।

ঢাক বাজে না কাল বেলাতে তা যে সবার জানা
তবু কেন ঘুমের ভেতর
ছড়ায় মনে স্বপ্ন-আতর
বলছে আমার, বাজাও আবার মধ্যদিনের বীণা।

বীণার মাঝে এখন আমি কেমনে হারায় মন
নতুন ভোরে রবির আলো
চক্ষুদ্বয়ে লাগছে ভালো
বলছো কে গো ফানুস ঘোরে থাকবে কতক্ষণ?

মধ্যরাতে ঘুমের ভেতর আর দিও না ডাক
ঘুম যে আমার অচিনপুরে নিচ্ছে হাজার বাঁক।

SHARE

Leave a Reply