আ. শ. ম. বারর আলী..
বাংলা আমার ভাষা বলে
গর্ব আমার বুকে
বাংলা ভাষার কথা বলে
জীবন কাটাই সুখে।
গান কবিতা গল্প ছড়া
বাংলা ভাষায় লিখি
মনের কথা করতে প্রকাশ
এই ভাষাতে শিখি।
আমার ভাষা শ্রেষ্ঠ ভাষা
বিশ্বসভার মাঝে
শক্তি আমার এই ভাষা যে
নিত্য সকল কাজে।