গাজী এনামুল হক..
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার মান
বাংলা ভাষায় গাইবো সুখে
আল্লাহ-নবীর গান।
মায়ের আদর বাপের স্নেহ
ভাইয়ের ভালোবাসা
তার চেয়ে ঢের ভালোবাসে
আমার বাংলা ভাষা।
বাংলা আমার বাউল কবি
পল্লী কবির স্বর
বাংলা ভাষায় গান গেয়ে যায়
রাখাল মাঠের পর।
বাংলা আমার বোনের সোহাগ
বাংলা মায়ের হাসি
বাংলা আমার সুখের স্বপন
বাংলা ভালোবাসি।