গাজী মুশফিকুর রহমান লিটন..
আমার প্রিয় মহানবী সব শিশুদের প্রতি
সদয় ছিলেন সহায় ছিলেন বাসতেন ভালো অতি।
শিশুর কোনো দুঃখ-কষ্টই সইতে পারতেন না
তাদের ছেড়ে তাইতো দূরে রইতে পারতেন না।
নামাজ পড়তে কোনো শিশুর কান্না কানে এলে
তাড়াতাড়ি নামাজ সেরে কাছে যেতেন চলে।
কোলে তুলে আদর করতেন সোহাগ দিতেন মেলা
শিশুর দলে মিশে গিয়ে করতেন নানা খেলা।
মনভারী দেখলে কারো দিয়ে চুমো মিঠে
ঘোড়া সেজে মজা করতেন চড়িয়ে তারে পিঠে।
শিশুর হাসি শিশুর খুশি দেখতে চিরদিনই
সময় পেলে শিশুর কাছে ছুটে যেতেন তিনি।
আজকে যারা শিশু তাদের বাসলে জানি ভালো
আগামী দিন বিশ্বসমাজ করবে তারা আলো।
শিশুপ্রিয় মহানবীর আদর্শ পথ ধরে
সব শিশুকে গড়ে তুলি এসো যতন করে।