গোলাম নবী পান্না…
তাঁর জীবনের চলার পথে
আলোর জ্যোতি মেলে,
সারা জাহান আলোকিত
বাধার আঁধার ঠেলে।
সেই আলোতে আমরা সবাই
গতি পাবো ফিরে,
দোদুল্যমান তরী নিয়ে
ভিড়তে চা’বো তীরে।
কারণ হলো এ উম্মতের
ভুলে ভরা পথ,
তিনি নবী, আমরা হলাম-
তাঁর প্রিয় উম্মত।
তাঁর দেখানো পথে আছে
সরল সঠিক রেখা,
সেই রেখাতে মিলবে সবার
সফল আলো দেখা।