সাপেরা
রাস্তায় দেখে সাপ
লেজে কেন পড়ে চাপ
ফোঁস করে আসে তেড়ে
দিতে পারে বিষ মেরে
পারো যদি চেপে ধরো
মাথাসহ পিষে মারো
সাপরূপী মানুষেরা
চারপাশে ঘোরাফেরা
করে কেন দেখো নাকি
কী করে যে বসে থাকি।
মিষ্টি ছেলে শিমুল
মিতুল কেন ব্রাশ করে না
আঁচড়ে নাকো চুল
শিমুল সেটা খেয়াল করে
পায়না ভেবে কূল।
দাঁতে পোকা চুলে উকুন
এই মিতুলের দশা
শিমুল দেখো মিষ্টি ছেলে
ফার্স্ট বেঞ্চে বসা।
ভয় কিংবা জয়
ঘুমের মধ্যে চমকে ওঠে খোকন
স্বপ্ন দেখে ভয়ের কিংবা জয়ের
মায়ের চোখে এক টুকরো মাখন
হৃদয়খানি শুধু মমতাময়ের।