Home ছড়া-কবিতা নেশা

নেশা

রেদওয়ানুল হক..

নেশা আছে অনেক রকম
সবচে’ ভালো পড়ার নেশা
গভীর ধ্যানে মগ্ন থাকা
একটা কিছু গড়ার নেশা।

নীতির পথে অটল থেকে
ন্যায়ের নায়ে চড়ার নেশা
বীরের মতো সামলে চলা
এবং শুধু লড়ার নেশা।

আঁধার কালো দূর করে সব
আলোয় আলোয় ভরার নেশা
সত্য পথে জীবন দিয়ে
শান্তি সুখে মরার নেশা।

SHARE

Leave a Reply