রাজু ইসলাম ..
আনন্দেরই বইছে বন্যা
উঠেছে নতুন রবি
গানে সুরেতে মুখরিত পাগা
নাচছে যেন সবই।
শাপলা-শালুক পাপুড় মেলেছে
দুর্বা বনে শিশির
পাখ-পাখালি মেলেছে ডানা
করছে কিচির মিচির।
তাই এসো সবে একসাথে
প্রাণেতে মিলাই প্রাণ
দেশের জন্যে হয় যদি দেব
আমাদেরই জান।