নাছরিন আক্তার ..
শীত শীত সকালে
কুয়াশার ভিড়
চারপাশে আছে মিশে
আঁধারের নীড়।
আঁখি মেলে দেখি যত
কুয়াশার ছোঁয়া
ফুল-পাতা ভেজা ভেজা
শিশির ধোয়া।
পাখিদের কলতানে
মুখরিত পাড়া
শীতের আহ্বানে
সবে দিল সাড়া
নাছরিন আক্তার ..
শীত শীত সকালে
কুয়াশার ভিড়
চারপাশে আছে মিশে
আঁধারের নীড়।
আঁখি মেলে দেখি যত
কুয়াশার ছোঁয়া
ফুল-পাতা ভেজা ভেজা
শিশির ধোয়া।
পাখিদের কলতানে
মুখরিত পাড়া
শীতের আহ্বানে
সবে দিল সাড়া