সুরাইয়া ইয়াসমিন ..
ঘাসের ডগায় শিশির পড়ে
শীতকাল এলে
গাঁদা ফুলের কলিগুলো
পাপড়ি ধরে মেলে
সরষে ক্ষেতে ঢেউ খেলে যায়
ঠাণ্ডা হাওয়া এসে
রোদের আলো চুম দিয়ে যায়
একটু ভালোবেসে।
সুরাইয়া ইয়াসমিন ..
ঘাসের ডগায় শিশির পড়ে
শীতকাল এলে
গাঁদা ফুলের কলিগুলো
পাপড়ি ধরে মেলে
সরষে ক্ষেতে ঢেউ খেলে যায়
ঠাণ্ডা হাওয়া এসে
রোদের আলো চুম দিয়ে যায়
একটু ভালোবেসে।