কায়সার মাহমুদ ফয়ছাল ..
আমার দেশে শীত আসে
হিম শির শির করে
সকাল-বিকাল চারিদিকে
হিম কুয়াশা ঝরে।
কচুর পাতা কচি ঘাসে
হিম কুয়াশা পড়ে
সূর্যের আলো পড়লে তাতে
ঝিলিমিলি করে।
শীতের দিনে বুড়ো-বুড়ির
কষ্ট বেড়ে যায়!
কায়সার মাহমুদ ফয়ছাল ..
আমার দেশে শীত আসে
হিম শির শির করে
সকাল-বিকাল চারিদিকে
হিম কুয়াশা ঝরে।
কচুর পাতা কচি ঘাসে
হিম কুয়াশা পড়ে
সূর্যের আলো পড়লে তাতে
ঝিলিমিলি করে।
শীতের দিনে বুড়ো-বুড়ির
কষ্ট বেড়ে যায়!