শামসুল আলম আহাদ ..
ফুলের বনে ফুল ফুটেছে
সাদা কালো নীল
একটা ছোট একটা বড়
সুবাসে গরমিল।
গোলাপ, বেলি, হাসনা হেনা
মিষ্টি মধুর গন্ধ
সবাই মিলে সবার সাথে
নেই ভেদাভেদ দ্বন্দ্ব।
ফুল ভোমরা ছুটে আসে
সকাল-বিকাল সাঁঝে
মৌমাছিরা ব্যস্ত সবাই
আপন আপন কাজে।
পাহাড়-নদী, ঝর্ণা ধারা
সবই প্রভুর দান
তিনি খালিক, তিনি মালিক
তিনিই মেহেরবান।