আলমগীর কবির ..
খেজুর রসে চিতই পিঠা
ভেজান মা রাত ভরে
শীতের ভোরে সবাই বসি
মা দেন যে পাত ভরে।
খুশির দোলা হৃদয়ে জাগে
শীতের ভোর এলে পরে
চাদর মুড়ি কুয়াশা বুড়ি
পালায় রোদ হাসলে পরে।
আলমগীর কবির ..
খেজুর রসে চিতই পিঠা
ভেজান মা রাত ভরে
শীতের ভোরে সবাই বসি
মা দেন যে পাত ভরে।
খুশির দোলা হৃদয়ে জাগে
শীতের ভোর এলে পরে
চাদর মুড়ি কুয়াশা বুড়ি
পালায় রোদ হাসলে পরে।