তাওহীদুল ইসলাম তারেক ..
আশায় এবার বুক বেঁধেছি
আসবে আলোর ভোর,
কোমল ছোঁয়ায় দূর হবে সব
মিথ্যে নামের ঘোর।
সবার মুখে ফুটবে হাসি
কাঁদবে না আর কেউ,
সর্বহারা দুঃখীর ঘরে
লাগবে সুখের ঢেউ।
এসো সবাই শপথ করি
হাতে রেখে হাত,
রুখে দিতে জীবন থেকে
বিষাদ মাখা রাত।