এইচ এম সরোয়ারদী …
হাসনা হেনার গন্ধে আমার
ঘুম আসে না রাতে
তাইতো আমি জেগে থাকি
চাঁদ মামাটার সাথে।
জেগে জেগে মামার সাথে
সাপ লুডু খেলি
আমার সাথে খেলে আরও
গোলাপ জবা বেলি।
আরও খেলে জোনাক পোকা
পদ্ম দীঘির হাঁসটা
খেলতে খেলতে কখন জানি
কেটে যায় রাতটা।