Home তোমাদের কবিতা ঘুড়ি

ঘুড়ি

মুনীর আল হাদী..

আকাশ জুড়ি রঙিন ঘুড়ি
নিচ্ছে সবার দৃষ্টি কাড়ি।
নাটাই হাতে সুতা ছাড়ি
সবার ওপর আমার ঘুড়ি।
নানান রঙের নানান ঘুড়ি
যায় বেড়াতে মেঘের বাড়ি।
পাখির মত পাখনা মেলে
আকাশ পানে ঘুড়ি দোলে।
সুতায় যখন টান মারি
ঘুড়ি তখন দেয় আড়ি।
ডানে দুলে বায়ে দুলে
নামতে হবে যায় সে ভুলে
কিন্তু তাকে নামতে হয়
সুতায় যখন টান খায়।

SHARE

Leave a Reply