Home তোমাদের কবিতা ইচ্ছে করে

ইচ্ছে করে

ওমর ফারুক..

ইচ্ছে করে পাখির মতো
ডানা মেলে উড়ি
যেমনি করে কলের জাহাজ
উড়ছে গগর জুড়ি।
ইচ্ছে করে পাখির সুরে
গাইবো আমি গান
যে গান শুনে সব মানুষের
জুড়ায় মন-প্রাণ
ইচ্ছে করে শিল্পী হয়ে
আকতে অনেক ছবি
ইচ্ছে করে হতে আমার
অনেক বড় কবি।

SHARE

Leave a Reply