আল মাহমুদের ..
আকাশটাকে নিয়ে আমার মস্ত বড়ো খেলা,
মেঘের কোলে ভাসাতে চাই চিলেকোঠার ভেলা।
বাতাস যখন থমকে গিয়ে শান্ত হয়ে বয়
মেঘের ঈগল ভেঙে কেবল ফুলের তোড়া হয়;
জলকদরের খাল পেরিয়ে জলপায়রার ঝাঁক
উড়তে থাকে লক্ষ্য রেখে শঙ্খনদীর বাঁক।
মন হয়ে যায় পাখি তখন, মন হয়ে যায় মেঘ
মন হয়ে যায় চিলের ডানা মিষ্টি হাওয়ার বেগ।
আবার যখন সন্ধ্যা নামে ছড়িয়ে কালোর ছিট
আকাশটাতে কে এঁকে দেয় নীল হরিণের পিঠ।
ব্রহ্মদেশের বাতাস এসে দরজা টানে রোজ
কোথায় পেলো আমার মতো দুষ্ট ছেলের খোঁজ!