আবুল হোসেন আজাদ
দোয়েলরে তুই মাঠে ঘাটে
সবখানেতে আছিস
গাছের ডালে নদীর পাড়ে
লেজটি তুলে নাছিস।
ঘুরে ঘুরে
বেড়াস উড়ে
কাছে কিংবা অনেক দূরে
থাকিস শুধু দৃষ্টি জুড়ে
চঞ্চলতায় বাঁচিস।
বনবাদাড়ে ঝোপেঝাড়ে
চাষীর চষা ক্ষেতে
কারো তো বেগ হয় না মোটেও
তোকে খুঁজে পেতে।
নীল আকাশের দূর নীলিমায়
ভাসা আবার পাখা
তোর যে ডাগর চোখে তখন
স্বপ্ন থাকে আঁকা।
ভোর বেলাতে ঘুম ভাঙাতে
সবার সাথে উঠিস
এ ডাল ও ডাল করে গাছে
শিষটি দিয়ে ছুটিস।