আব্দুল ওহাব আজাদ
পুকুর-ডোবা শাপলা ফুলে
মৌমাছি যায় মনের ভুলে
মধু লোটার ছলে
গাছের সাথে পাখির সাথে
নিঝুম বনে দিনে রাতে
নিত্য কথা চলে।
শিশির ঝরা সবুজ ঘাসে
রোজ সকালে সূর্য হাসে
দেখতে ভারী লাগে
হাওড় বাওর নদী বিল
চাঁদের আলো ঝিলমিল
মনেতে ঢেউ জাগে।