মানসুর মুজাম্মিল..
উড়তে উড়তে উড়তে
ঘুরতে ঘুরতে ঘুরতে
হারিয়ে গেলাম মেঘের দেশে
হো-হো-হা-হা হেসে হেসে।
আকাশ না, খুব তুলোয় ভরা!
খালি হাতে যায় না ধরা
হাসতে হাসতে হাসতে
ভাসতে ভাসতে ভাসতে
সাগর পারে
সাগর পারে
পাখির সাথে ঠোকাঠুকি
খুশি হয়ে চোখাচোখি
চলতে চলতে চলতে
টলতে টলতে টলতে
চালায় আমায় হাওয়ারা
আমি যে এক আওয়ারা।
পাল্টি খেতে খেতে
পালিয়ে যেতে যেতে
স্বপ্ন দেখে দেখে
একে বেঁকে বেঁকে
ঘুরি ঘুরি ঘুরি
উড়ি উড়ি উড়ি
হঠাৎ সুতোয় টান-
স্বপ্নটা খান খান।