Home ছড়া-কবিতা ছোট পাখি

ছোট পাখি

রওশন মতিন..

লাল-নীল, সবুজের
কত রঙ বাহারে,
নীলাকাশে উড়ে যাস্
কতদূরে আহারে!
কার চিঠি টুকটুকে
তোর লাল ঠোঁটেরে
যেন কোন্ স্বপ্নের
পাঁপড়িরা ফোটেরে!
প্রজাপতি ডাক দেয়
ফুলে ফুলে খেলতে
ভালো লাগে তোর কিরে
শুধু ডানা মেলতে।
ছোট পাখি আয় কাছে
আয়রে আয়রে!
তোর মতো উড়তেই
মন শুধু চায়রে!

SHARE

Leave a Reply