Home ছড়া-কবিতা এই দেশ আমাদের

এই দেশ আমাদের

কামাল হোসাইন..

এই দেশ আমাদের
সবুজের সমারোহে ঘেরা;
বাংলার এই দেশ
এনেছিলো বীর শহীদেরা।

কুলুকুলু নদী বয়
স্রোতে দোলে সাগরের তীর;
কেঁপে ওঠে ঝড় এলে
গাছে গাছে পাখিদের নীড়।

এই দেশ আমাদের
সকলের চিরচেনা দেশ;
সকলের একই কথা
যারে তুমি করো জিজ্ঞেস।

আমাদেরই দেশ এটা
পাইনি তো কারোরই দয়ায়;
প্রাণের এই দেশ পেয়ে
আহা এই মন ভরে যায়।

SHARE

Leave a Reply