সিদ্দিক আবু বকর..
স্বাধীনতা হতাশ মনে ভোর দোয়েলের ডাক
টকটকে লাল রক্তে কেনা নতুন আলোর বাঁক
বুকপকেটে লেপ্টে থাকা ঘাম জড়ানো আশা
স্বপ্নডালা সুনীল আকাশ নিপুণ ভালোবাসা।
স্বাধীনতা কাজল বিলের সফেদ শাপলা ফুল
ছেলেহারা শহীদ-মাতার কূলহারা দু’কূল
হৃদকোটরে গুমরে কাঁদা শিকল ভাঙা পাখি
মুক্তো ডানায় উদোম হাওয়ায় দারুণ মাখামাখি।
স্বাধীনতা ঘোর আঁধারে নরম আলোর খোয়া
মধুমাসের টসটসে জাম হলদে কাঁঠাল কোয়া
গোলায় ঠাসা স্বর্ণালি ধান কিষাণ বউয়ের মুখ
স্বপ্ন সাহস আলোর বানে ভরে ওঠা বুক।
স্বাধীনতা পরগাছা নয়; নয় করুণার দান
স্বাধীনতা আত্মজয়ের নিগূঢ় আহ্বান।