সোনিয়া খাতুন..
জীবন মানে যুদ্ধ করা
আলোর পথে চলতে
জীবন মানে অস্ত্র ধরা
স্বাধীন মনে চলতে।
জীবন মানে নতুন কিছু
দুঃখ-ব্যথা ভুলতে
জীবন যেন ভিন্ন না হয়
এ ধরণী চলতে।
জীবনটাকে গড়তে হবে
সত্য কথা বলতে
নতুন করে শপথ নিলাম
জীবনটাকে গড়তে।
সোনিয়া খাতুন..
জীবন মানে যুদ্ধ করা
আলোর পথে চলতে
জীবন মানে অস্ত্র ধরা
স্বাধীন মনে চলতে।
জীবন মানে নতুন কিছু
দুঃখ-ব্যথা ভুলতে
জীবন যেন ভিন্ন না হয়
এ ধরণী চলতে।
জীবনটাকে গড়তে হবে
সত্য কথা বলতে
নতুন করে শপথ নিলাম
জীবনটাকে গড়তে।