সোহরাব হোসেন..
বিজয় মানে মুক্ত পাখি
মুক্ত কথা বলা
বিজয় মানে মুক্ত ডানা
নীলাকাশে মেলা।
বিজয় মানে মুক্ত হাওয়া
সবুজ মাঠের ধান
বিজয় মানে রাখাল-বাঁশি
মাঝির কণ্ঠে গান।
বিজয় পানে ফিরে পাওয়া
হারিয়ে যাওয়া সুখ
বিজয় মানে মুক্ত স্বাধীন
সবুজ বাংলার বুক।