Home তোমাদের কবিতা বিজয়ের শপথ

বিজয়ের শপথ

মো: মতিউর রহমান..

বিজয়ের শপথ হবে, সদা সত্যের পথ
বিজয়ের শপথ হবে, নির্ভীক ও সৎ।
বিজয়ের শপথ হবে, হব সৈনিক
বিজয়ের শপথ হবে, সবি যে ঠিক।
বিজয়ের শপথ হবে, সঠিক শাসন
বিজয়ের শপথ হবে, সাহসী মন।

SHARE

Leave a Reply